মানিকগঞ্জে নতুন আরো ২৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৪৯৬ জন।

 

আজ (রবিবার)দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

 

ডা. রফিকুন নাহার বন্যা বলেন, আজ সকালে ১৬৮টি রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ২৪টির পজিটিভ এবং ১৪৪টির নেগেটিভ পাওয়া গেছে।

 

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিংগাইর উপজেলায় নয়জন, ঘিওর উপজেলায় সাতজন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় তিন জন করে ছয়জন, শিবালয় ও হরিরামপুর উপজেলায় একজন করে দুইজন।

 

এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৪৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৪১ জন, সাটুরিয়ায় ৯৫জন, সিঙ্গাইরে ৯৬ জন, ঘিওরে ৭৬ জন, হরিরামপুরে ৪০ জন, শিবালয়ে ৩১ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন জন।

 

করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৬ জন এবং মারা গেছেন পাঁচ জন। এছাড়া, ২২ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং অন্যরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225