শনিবার (২০ জুন) মাশরাফি মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তের খবরের পর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। গত তিন দিনে কিছুটা উন্নতির পথে তার শারীরিক অবস্থা।
তবে এই ভাইরাস শুধু মাশরাফিতেই থেমে নেই, ছড়িয়েছে তার পরিবারের সদস্যদের শরীরেও। আজ সন্ধ্যায় তার ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজা জানান, তিনিও করোনা পজিটিভ হয়েছেন। তিনিও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। হালকা জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।
এদিকে মাশরাফির করোনা পজিটিভ হবার পর দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে মামা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় গত পরশু। গত সোমবার তাদের করোনা টেস্ট করালে সবারই নেগেটিভ ফলাফল আসে। সঙ্গে কোভিড নেগেটিভ আসে তার মা ও বাবার।
এদিকে গতকাল সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যান মাশরাফি। এনিয়ে আরটিভি অনলাইনকে মাশরাফি জানান, তিনি আগের থেকে সুস্থ বোধ করছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে।