বৈশ্বিক মহামারি করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচ লাখ ৪ হাজার ৩৬৬ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ২ হাজার ৯৩২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫৫ লাখ ৫৩ হাজার ১০৭ জন।

 

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ২৬ লাখ ৩৭ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৩৭ জনের।

 

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৬৫৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৫ হাজার ২৫৪ জন।

 

তৃতীয় স্থানে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ১৫১ জন।

 

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৩১০ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৭৭৮ জনের মৃত্যু ও ১ লাখ ৬২ হাজার ৯৩৬ জন আক্রান্ত হয়েছেন।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225