এফ এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রাণিসম্পদ দপ্তরের অধীনে আধুনিক প্রযুক্তিতে গরু মোটতাজাকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগী গরু খামারীদের মাঝে ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রানীসম্পদ দপ্তরে এ ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মুশফিকুর রহীম।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত এক শত সুফলভোগী গরু খামারীর মাঝে ২ প্যাকেট করে ভিটামিন প্রিমিক্স পাউডার, একটি করে প্রশিক্ষণ বই, একটি করে হেল্থ কার্ড ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।