হবিগঞ্জের চুনারুঘাটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে সীমান্তের চিমটিবিল ১৯৭৫নং পিলারের রাবার বাগান এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয় । তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, রোববার রাতে মাদক কারবারিরা ভারত থেকে মাদক এনে সীমান্ত এলাকায় দিয়ে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৭২ কেজি গাজা, ৭৫ বোতল ফেনসিডিল, ৩ বোতল ভারতীয় মদ, ৩টি বডি স্প্রে উদ্ধার করা হয়। তবে টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকের মুল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
# সূত্র-বিজিবি পেজ।