দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালিসের মধ্যে প্রতিপক্ষের হামলায় সরোয়ার মালিথা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সরোয়ার মালিথা দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের আংদিয়া চরপাড়াএলাকার মৃত হিরু মালিথার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার দুুপুরে ৬-৭ বছরের ছোট বাচ্চাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। পরে সেটা তাদের অভিবাবকদের জানালে তারা স্থানীয় মন্ডল ও মাতুব্বরদের নিয়ে শালিস বৈঠক করে। পরদিন বুধবার সন্ধ্যায় শালিস বৈঠক চলাকালীন সময়ে দুই গ্রæপের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এসময় স্থানীয় প্রতিপক্ষ হামিদসহ বেশ কয়েকজন সরোয়ার মালিথা কে মারধর করে গুরুত্বর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি মারা যান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নিশিকান্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জড়িত থাকায় ৩ জনকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।