প্রাণঘাতী করোনায় মানিকগঞ্জে নতুন করে ৭৮ জনে শনাক্ত হয়েছে। শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে এ জেলায় মোট ৭০৯ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬ জন। সুস্থ হয়েছেন ৫৩২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৪০ জন রয়েছেন। তাঁদের মধ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, সাংবাদিক, ফার্মাসিস্ট ও তিনজন নার্স রয়েছেন। এ ছাড়া সিংগাইর উপজেলার ৯ জন, ঘিওরে ৬ জন, শিবালয়ে ৮ জন, হরিরামপুরে ২ জন, দৌলতপুরে ৭ জন ও সাটুরিয়া উপজেলায় ৬ জন।
বর্তমানে ১৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত কোভিট-১৯ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১১ জন জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে, ০১ জন দৌলতপুর হাসপাতালের আইসোলেশনে এবং ১৬৫ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন। এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন।