করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার কথা নিজেই টুইটারে জানিয়েছেন বলিউডের বিগ বি। একই সঙ্গে নিজের পুরো পরিবার ও কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া শেষ দশদিনে তার সংসর্গে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধও জানিয়েছেন ।

 

শনিবার সন্ধ্যায় বলিউড অভিনেতাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি, এরপরে তার করোনা টেস্ট করানো হলে সেখানে কোভিড-১৯ পজেটিভ

 

কয়েক দিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম আমাজনে মুক্তি পেয়েছে সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবোথ। ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয় বেশ প্রশংশিত হয়েছে।

 

৭৭ বছর বয়সী অভিনেতা অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্রথ ছবির শুটিং করছিলেন। রনবীর কাপুর এবং আলিয়া ভাটও এই ছবিতে অভিনয় করেছেন। কিন্তু করোনা আবহে মহারাষ্ট্র সরকারের সতর্কতামূলক নির্দেশিকার কারণে সেই ছবির শুটিং বন্ধ রয়েছে বেশ কিছুদিন ধরেই। পিছিয়ে গিয়েছ ‘কৌন বনেগা করোরপতিথ রিয়েলিটি শো-এর ১২ নং সিজনের শুটিংও।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225