দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎ স্পর্শে এক শিশুর মৃত্যু

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর )প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে বিদ্যুৎ স্পর্শে হিমেল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের মনোহরপুর(কালিরহাট) নামক স্থানে সততা ব্রীকস নামে একটি ইট ভাটায়।

 

শিশু হিমেল উপজেলার জয়পুরপুর ইউনিয়নরে উঃ শাহাবাজপুর (ডাঙ্গা) গ্রামের আয়নাল হকের ছেলে। নবাবগঞ্জ থানার অন্তর্গত আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান জানান মনোহরপুর নামক স্থানে রাসেল সরকারের সততা ব্রীকস নামে ইটভাটায় খেলতে গিয়ে সেখানে অরক্ষিত ভাবে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে শিশু হিমেলের মৃত্যু হয়।

তিনি জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ রাসেল সরকারের ওই ইট ভাটার অবহেলার কারণে শুধু শিশু হিমেলেরই মৃত্যুই নয়, এর পূর্বে অনেকের ফল ও ফসলও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের ভাষায় লাইসেন্সবিহীন ওই ইট ভাটাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না তারা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225