দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে ইজিবাইকের ১ নারী যাত্রী সহ ২ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৪০), রঞ্জপুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আঃ রশিদ(৬০)। আজ শনিবার সকাল ৭টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে উপজেলার চড়ারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
থানা ও প্রতক্ষদশর্ী সুত্রে জানা গেছে- দুর্ঘনায় পতিত ইজিবাইকটি বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাওয়ার পথে অপর দিকে থাকা আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী আঞ্জুয়ারা বেগম ও আঃ রশিদ ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার সময় ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ৩ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাকটিকে উদ্ধার করে থানায় আনেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।