মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৮ জুলাই, শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার জানান, মরহুমের জানাজা আজ শনিবার বাদ আসর কুমিল্লা সদরের পালপাড়া গ্রামে মরহুম আবুল কাশেমের বাবা-মায়ের নামে মরহুমের প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুলমাঠে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।