ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সহধর্মীনি কামরুন্নাহার ও ঈশ্বরদী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আফরোজ বেগমসহ ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকালে রাজশাহী ল্যাব থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। এর মধ্যে ১৪ জনের ফলাফল পজেটিভ।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খাতুন জানান, রাজশাহী থেকে পাঠানো রবিবারের রিপোর্টে ঈশ্বরদীর ইউএনও’র সহধর্মীনি কামরুন্নাহার, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আফরোজ বেগম, তাঁর স্বামী মোস্তাফিজুর রহমানসহ ঈশ্বরদীর ১৪ জনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। ##