মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎ তাড়িত হয়ে মকবুল মোল্লা নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল সকাল নয়টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল মোল্লা ঐ এলাকার আব্দুর রহিম মোল্লার পুত্র।
পরিবার সূত্রে জানা যায়,মকবুল মোল্লা রোববার সকালে গরুর ঘাস কাটার জন্য পশ্চিম পাশের চকে যান।
এ সময় মৃত মোন্নাফের স্ত্রী জরিনার জমিতে থাকা বিদ্যুতের খুঁটির সাপোর্টিং কাটা তারে এলপি লাইনে সঙ্গে সংযোগ হয়ে বিদ্যুৎ তাড়িত হয় । ঐ বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
পল্লী বিদ্যুতের ডি জি এম কাইজানুর বলেন, বিদ্যুতের খুঁটির সাপোর্টিং তারে বিদ্যুৎ থাকার কথা নয় । কি কারনে এ ঘটনা ঘটেছে তা তদন্ত স্বাপেক্ষে বলা যাবে।সাপোর্টিং তার অনুমতি ছাড়া যদি কেউ কেটে থাকে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।