বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

সাবেক মন্ত্রী, প্রয়াত কর্ণেল আব্দুল মালেকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক / ১২৯ শেয়ার
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পরেশনের মেয়র কর্ণেল আব্দুল মালেকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৯) জুলাই দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ।

 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রীজের পরিচালক ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষারসহ দলীয় নেতাকর্মীরা।

 

কর্ণেল (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য, বস্ত্রমন্ত্রী ও ঢাকা সিটি কর্পরেশনের মেয়র হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি সেনাবাহিনীতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডাইরেক্টর (অপারেশন) পদে কর্মরত থাকা অবস্থায় চাকুরী থেকে অবসরে আসেন।

এছাড়া, তিনি ছিলেন কৃতি খেলোয়ার ও ক্রীড়া সংগঠক। তিনি সেনাবাহিনীর হয়ে জাতীয় পর্যায়ে বক্সিং ও ফুটবল খেলায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রদার্সে ইউনিয়নের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।

 

তিনি ছিলেন দেশের অন্যতম শিল্পপতি। তিনি বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির পিতা।

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com