ফরিদপুরের সালথায় প্রভাতের হাসি সেচ্ছাসেবী ফাউন্ডেশন বল্লভদী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় সুমহে বৃক্ষরোপন করেছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বৃক্ষরোপণ করেছে এই সেচ্ছাসেবী সংগঠনটি।
এ বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ গ্রহন করেন,সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিব সরকার,বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও প্রভাতের হাসি ফাউন্ডেশনের প্রতিস্ঠাতা সভাপতি সালাউদ্দিন আহমেদ,(পিনু)।
বল্লভদী ইউনিয়নের বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়,সোনাতুন্দি,বাউশখালি, চন্ডিবরদী, চর বল্লভদী, বিষ্ণুদি,আলমপুর এবং পিশনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন রকমের বৃক্ষরোপন করা হয়।প্রভাতের হাসি ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন গ্রামের একাধিক সদস্যের এবং বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের উপস্থিতে পিশনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ভোদন করেন সালথা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিব সরকার।
এসময় সংগঠনটি বল্লভদী ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা উপজেলা নির্বাহী অফিসারের নিকট তুলে ধরে এবং উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আস্বস্ত করেন ও প্রভাতের হাসি ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন।
সংগঠনটির প্রতিস্ঠাতা ও পরিচালক মোঃ সালাহউদ্দিন আহমেদ (পিনু) বলেন… প্রভাতের হাসি ফাউন্ডেশন ইতিমধ্যে বল্লভদী ইউনিয়নে বিভিন্ন কাজ করছে এতিমখানার ছাত্রদের মাঝে আম উপহার, করোনার প্রার্দুভাবে লিফলেট বিতরন এবং বৃক্ষরোপন কর্মসূচিসহ সংগঠনটি বল্লভদী ইউনিয়নে ধারাবাহিক ভাবে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবে সংগঠনটির প্রতিস্ঠাতা সালাহউদ্দীন আহমেদ পিনু বল্লভদী ইউনিয়নের সকলের দোয়া ও সহোযোগিতা কামনা করে সমাজের সামর্থবানদের এগিয়ে আশার আহ্বান যানান।