কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মৃত নিয়ামত মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী কুদরত আলী ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানিয়েছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার খবর জানতে পেরে ডাংমড়কা গ্রামস্থ একটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দুই দলে বিভক্ত হয়ে এলোপাতাড়ীভাবে গুলি করতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি শুরু করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে আহত অবস্থায় মাদক ব্যবসায়ী কুদরত কে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল পরিদর্শন কালে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৪৩ বোতল ফেন্সিডিল এবং ১টি ধারালো হাসুয়া উদ্ধারের কথাও জানিয়েছে থানা পুলিশ।
এব্যাপারে দৌলতপুর থানার (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযানের সময় কুদরত নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সেসময় তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছে। তার নামে আগে থেকেই মাদক আইনে ৬টি মামলা আছে বলেও তিনি জানান।