নরসিংদীর পলাশে আরটিভির (মিনিবাস) চাকায় পিষ্ট হয়ে আশিকা হাসান আলো (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশিকা হাসান আলো উপজেলার গাজারিয়া ইউনিয়নের আরিফ হাসান মেম্বারের মেয়ে। সে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের কেজিতে লেখাপড়া করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে পাঁচদোনা টু চরসিন্দুর সড়কের পারুলিয়া মোড়ে রাস্তা-পারাপারের সময় বেপরোয়াভাবে এসে আরটিভি বাসটি স্কুল ছাত্রীটিকে ধাক্কা দেয়। এতে বাসটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করে আরটিভি (মিনি বাসটি) জব্দ করা হয়। তবে মিনি বাসটির চালক-হেলপার কাউকেই গ্রেফতার করা যায়নি। তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।