মাছে ভাতে বাঙালি মানেই জেলে, মাছ ও পানি সবাই একে অপরের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এ যেন বেঁচে থাকার এক নিবিড় সম্পর্ক তাই একে অপরের সাথে গড়ে উঠেছে বেচে থাকার এক আজন্ম সম্পর্ক। জেলে সম্প্রদায় আমাদের দেশের বিভিন্ন নদীতে মাছ ধরার মাধ্যমে দেশে আমিষের যোগান দেওয়ার পাশাপাশি জীবিকা নির্বাহ করে থাকে। জেলে বলতে সাধারণত আমারা তাদের কে বুঝিয়ে থাকি যাদের প্রধান পেশা মাছ ধরা।
সারাবছর এসব জেলেরা দেশের বিভিন্ন নদীতে মাছ ধরলেও স্বাভাবিক ভাবেই বর্ষাকালে তাদের কর্মব্যস্ত বেড়ে যায় কারন এসময় নতুন পানিতে বেশী মাছ পাওয়া যায়।
জেলেদের মাছ ধরায় একধরনের পৈশাচিক আনন্দ রয়েছে, মাছ ধরার সময় এরা হেলে, ধুলে পানি পিটিয়ে গান গেয়ে মাছ ধরে যা তাদের আনন্দের বহিঃপ্রকাশ। হেলে, ধুলে এভাবে মাছ ধরাকে জামালপুরের স্থানীয় ভাষায় ডুলু জেলে বলে এছাড়া অনেক জেলেরা কারেন, বের, মই ও ডাঙ্গ জাল দিয়ে মাছ ধরে থাকে।
বর্ষায় অনেকে মানবেতর জীবনযাপন করলেও এসব জেলেরা মাছ ধরার মাধ্যমে কিছুটা স্বাচ্ছন্দ্যে রয়েছে বলে জানা যায়।