জামালপুরের সরিষাবাড়ীতে পোগলদিঘা ইউনিয়নের তরফদার বাড়ী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মুক্তি তরফদারের
উদ্যোগে বৃহস্পতিবার দিন ব্যাপি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কালিপুর, মালিপাড়া, গোবিন্দপটল, মানিকপটল, টাকুরিয়া সহ বিভিন্ন গ্রামের বন্যা কবলিত ৩ শতাধিক পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবু তরফদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান পপি, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, ফাউন্ডেশনের পক্ষে ইকরামুল হক লালন, ফারুক আহাম্মেদ পলাশ, সাংবাদিক মোস্তাক আহমেদ মনির প্রমুখ।
এসময় প্রতিটি প্যাকেটে, চিড়া, মুড়ি, চিনি, দুধ, সেমাই দেয়া হয়।