পরিবারের বাইরে টানা দ্বিতীয় ঈদে ব্যতিক্রম ঈদ উদযাপন করেছে পঞ্চগড় জেলা পুলিশ। একই রঙের পাঞ্জাবী গায়ে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন পুলিশ সদস্যরা।
শনিবার সকালে পঞ্চগড় পুলিশ লাইন্সসহ জেলার সকল থানায় ঈদের জামায়াতে একই দৃশ্য দেখা যায়।
সারাদেশে যখন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মুসলমানদের প্রধান উৎসব ঈদুল আযহা পালন হয়েছে। তখন করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঈদ-উল-ফিতরের মতো এই ঈদেও পুলিশ সদস্যদের উৎসব কেটেছে কর্মস্থলেই।
সবাই যখন আনন্দে ঈদ উৎসব স্বজনদের সাথে ভাগাভাগি করতে ব্যস্ত সময় পার করছে। তখন মুসল্লিরা যাতে নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য মসজিদগুলোতে নিরাপত্তা দিতে ব্যস্ত পুলিশ।পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি করে মসজিদে প্রবেশ করানো হয়।
একই রঙের পাঞ্জাবী পড়ে ঈদের নামাজ আদায়ের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘আমরা পরপর দুই ঈদে কোন পুলিশ সদস্যকে ছুটিতে ছাড়তে পারিনি, তাই সকলে মিলে ঈদ আনন্দ ভাগাভাগি এবং পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।’