জামালপুরের সরিষাবাড়িতে বয়ড়া ব্রিজ টু বিন্নাফৈর সংযোগ রাস্তার পাশের বৈদ্যুতিক খুটি বন্যার প্রবল স্রোতের তোড়ে হেলে গিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে, ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
স্থানীয় লোকজনদের সাথে কথা বললে তারা এই প্রতিবেদক কে জানায় যে, সাম্প্রতিক বন্যার কারনে খুটি সংলগ্ন রাস্তাটি ভেঙ্গে গিয়ে বৈদ্যুতিক খুটিটি হেলে যায়, খুটিটি হেলে যাওয়ার কারনে বৈদ্যুতিক সট সার্কিট হয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে যার ফলে আশেপাশের বসবাসকারি লোকজন আতঙ্কে রয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ি পল্লী বিদ্যুত অফিসে যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা জানায় পানির কারনে তেমন কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তবে খুঁটিটি যেন পানিতে না পরে তার জন্য প্রাথমিক ভাবে খুটিটি বাঁশ দিয়ে আটকানো হয়েছে, পানি কমে গেলে দ্রুত এর সংস্কার করা হবে।