সালথায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ফরিদপুরের সালথায় ১২ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী পলাতক এক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ওই আসামী উপজেলার বল্লভদী ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের টুকু ওরফে ওহাব মোল্যার ছেলে মনির মোল্যা (৪০)।

 

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্র নেতৃত্বে এএসআই ইমেজুল, এএসআই মোবারকসহ পুলিশের একটি টিম শনিবার রাতে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্ জানান, গ্রেফতারকৃত আসামী মনির মোল্যা ২০১১ সালে এক রাতে পার্শ্ববর্তী নগরকান্দা থানার ঘোনাপাড়া গ্রামের জৈনিক সাহজাহান মোল্যার ছেলে ও মেয়েকে  পূর্বশত্রুতা বসত হত্যার উদ্যোশ্যে কুপিয়ে মারাত্বক জখম করে।

 

উক্ত ঘটনায় নগরকান্দা থানায় নিয়মিত মামলা রুজু হয়।  দীর্ঘ নয় বছর বিচারকালে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২০১৯ সালে  ফরিদপুরের অতিরিক্ত চীপজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. মাসুদ আলীর আদালতে আসামী মনির মোল্যা  (৪০) কে ১২ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে, সাথে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের দন্ড দেওয়া হয়।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225