ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের সাথে মহামারী করোনা ভাইরাস সংক্রামন রোধে মাস্ক বিতরন করেছেন।
শনিবার সন্ধ্যায় ফরিদপুর-২ (আসন) নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার কয়েকটি বাজারে ঘুরে ঘুরে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময়ের সাথে সাথে করোনা ভাইরাস সংক্রামন রোধে মাস্ক বিতরন করেন। এসময় উপজেলা বিনোকদিয়া বাজার, মাঝারদিয়া বাজার, সালথা সদর বাজারসহ কয়েকটি বাজারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান (মুকুল), সালথা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আছাদুজ্জামান (আছাদ), নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তৈয়বুর রহমান, বিএনপি নেতা মিরান হুসাইন, ছাত্রদল নেতা মিরান হুসাইন, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।