ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। নিহত তিন জনই পিকআপের কেবিনে ছিল।প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে ধামরাইয়ের বাধুলি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে মানিকগঞ্জ এলাকা থেকে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিলো। তারা ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফালগুনী পরিবহনের (ঢাকা মেট্রো ন ১৫- ৯১১৪) একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকআপের কেবিনে থাকা অজ্ঞাত ৩ জনের মৃত্যু হয়। এঘটনায় বাস ও পিকআপ আটক করা হলেও বাসের চালক পালিয়ে যায়।
গোলড়া হাইওয়ের থানার পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে