বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

চসিকের নতুন প্রশাসক খোরশেদ আলম সুজন

অনলাইন ডেস্ক / ১২০ শেয়ার
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

আগামীকাল বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এ বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়রের দায়িত্বের মেয়াদ শেষ হবে। এদিকে গতকাল সোমবার সারাদিন নগরজুড়েঁ গুঞ্জন ছিল কে হবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক তা নিয়ে। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেয়াদ শেষ হবার একদিন আগেই সরকার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজনকে।

 

সোমবারই সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, (চসিক) প্রশাসক পদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

 

এদিকে, চট্টগ্রামের আওয়ামী রাজনীতিতে বিবদমান দুই গ্রুপের এক গ্রুপ চেয়েছিল বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সরিয়ে তাদের অনুগত একজনকে প্রশাসক পদে বসাতে। এ জন্য নগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এক সদস্যকে মানসিকভাবে প্রস্তুত থাকার ‘বার্তা’ দিয়েছেন নাছিরবিরোধী গ্রুপের ওই নেতা।

 

অন্যদিকে দূরদর্শী রাজনৈতিক চেতনা থেকে মেয়র আ জ ম নাছির একমাস আগেই নিজের অনাগ্রহের কথা হাইকমান্ডের কাছে সাফ জানিয়ে দিয়েছেন, যে এই পদে পাঁচ বছরের বেশি তিনি থাকতে চান না।

 

একটি নির্ভরযোগ্য সূত্র মতে, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে নির্বাচন না হওয়া পর্যন্ত মেয়র পদে রাখতে আপত্তি ছিল না সরকারের। কিন্তু মেয়র নাছির নিজেই সেই পদে আর থাকতে চাননি। তিনি নিজের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছিলেন সরকারের একাধিক সংস্থাসহ সংশ্লিষ্ট মহলকে। সেই কারণে নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন আমলার সন্ধানে নেমেছিল সরকার। পরে হাইকমান্ড সিদ্ধান্ত পাল্টালো। আমলা নয়, হাইকমান্ড বেছে নিলো একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, দলের ত্যাগী নেতা খোরশেদ আলম সুজনকে।

 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খোরশেদ আলম সুজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমার নিজস্ব কোনো অভিলাষ বা চাওয়া-পাওয়া নেই। বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের দ্বিতীয় বৃহত্তম ইউনিট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন, দলের মনোনয়ন দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরের মেয়র হওয়ার সুযোগ দিয়েছেন- তাতেই আমি কৃতজ্ঞ। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কলুষমুক্ত থেকে বঙ্গবন্ধুকন্যার মর্যাদা অক্ষুণ্ন রেখে নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে। নিশ্চয়ই এই শহরের মানুষ তার প্রত্যক্ষদর্শী।’

 

তিনি আরও বলেন, ‘জীবনের প্রায় ৬৪ বছর পার করেছি। বঙ্গবন্ধু কন্যার আদেশ-নির্দেশ শিরোধার্য মেনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দলের জন্য কাজ করবো, চট্টলবাসীর সুখে-দুখে নিজেকে বিলিয়ে দেবো-এটাই আমার পরম ব্রত।’

 

এ ব্যাপারে সদ্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘এই পদে আসার জন্য আমি কোনো চেষ্টা- তদবির করিনি। ৫০ বছর ধরে মাঠে আছি। দলের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় পথ চলেছি। এটা চট্টগ্রামবাসী যেমন জানে, তেমনি জানেন জাতির জনকের কন্যা, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমার প্রতি যে আস্থা রেখেছেন, সেই আস্থার মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করবো।’

 

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৬ আগস্ট আ জ ম নাছির উদ্দীন মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ পাঁচ বছর। এই হিসাবে বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ আগস্ট। নিয়মানুযায়ী মেয়াদপূর্তির ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে ২৯ মার্চ ভোটের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটের এক সপ্তাহ আগে ২১ মার্চ নির্বাচন স্থগিত করেন ইসি।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com