নরসিংদীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহ পরান অস্ত্র সহ আটক

খুন, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি,চাঁদাবাজি ও মাদক মামলার আসামী নরসিংদী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও পেশাদার খুনী শাহ পরানের নামে একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে।দীর্ঘদিন ধরে পুলিশের একাধিক টিম তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করে আসছে।নরসিংদী শহরে বেপারীপাড়া,দত্তপাড়া

শ্বশ্মানঘাট,কাউরিয়াপাড়া এলাকায় তার ছত্রছায়ায় একাধিক মাদক মামলা ব্যবসায়ী ও সন্ত্রাসী দল বেআইনি কার্যকলাপ সংঘটিত করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানায় এসআই অনুপ কুমার ধরের নেতৃত্বে একটি দল শহরের দত্তপাড়া বেড়িবাঁধ এলাকা হতে ৩ আগস্ট ২০২০ । ০৬:৪৫ মিনিটে শাহ পরান কে গ্রেফতার করেন। শাহ পরানকে তার নিকট একটি অবৈধ অস্ত্র আছে মর্মে স্বীকার করে। পুলিশের অভিযানিক দলটি শাহ পরানকে নিয়ে তথ্যমতে অস্ত্র উদ্ধারের খোঁজে বের হয়। আসামী শাহ পরানের তথ্য মতে ৪ আগস্ট ২০২০  । ০১:১৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন কাউরিয়াপাড়া সাকিনস্থ নতুন লঞ্চঘাট সংলগ্ন আবহাওয়া অফিসের পিছনে আলীজান জুট মিলস্ ও আবহাওয়া অফিসের বাউন্ডারি সংযোগ স্থানে মাটির নিচ হতে পলিথিন কাগজে মুড়ানো অবস্থায় ০১ টি দেশীয় তৈরী এলজি বন্ধুক ও ০৩( রাউন্ড) কার্তুজ উদ্ধার করেন।আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১টা হত্যা মামলা,১টা অস্ত্র  মামলা,১টা ডাকাতি মামলা,১টা চাঁদাবাজি মামলা,২টা মাদক মামলা,১টা অন্যান্য সহ মোট ৭ টা মামলা আছে।আসামী শাহ পরানের বিরুদ্ধে ৬ টা গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225