সরিষাবাড়ীতে জামাই বাড়ীতে বেড়াতে এসে শশুর খুন

জামালপুরের সরিষাবাড়ীতে জামাই বাড়ীতে বেড়াতে এসে খুন হলেন শশুর স্বপন মিয়া (৫৩)। সোমবার রাতে  উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে নুরুল ইসলামের বাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে আজ মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, নুরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী আমিনুল ইসলামের সাথে ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায়  দুই পক্ষের সাথে সোমবার সকালে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়টি শুনে শশুর স্বপন মিয়া ওইদিনই জামাই বাড়ীতে আসেন। পরে সোমবার রাতে ৫/৬ জন লোক নুরুল ইসলামের বাড়ীতে এসে তাকে ডাকতে থাকে। এসময় শশুর দরজা খুলে ঘর থেকে বের হয়ে আসলে দুবৃত্তরা তাকে মাথায় রামদা দিয়ে আঘাত করে। পরে তার চিৎকারে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি এবং জেলা মর্গে পাঠিয়েছি৷ আর এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225