আপন দুই বোনের পানিতে ডুবে মৃত্যু

আপন দুই খালাতো বোন নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার সাত মাইল এলাকায় ইটভাটার পুকুরে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের ওহেদ শেখের মেয়ে জিম খাতুন (১২) এবং একই ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে সুমাইয়া খাতুন (১৩)। জিম পঞ্চম শ্রেণী একং সুমাইয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল।

দুই শিশুর পারিবারিক সূত্র জানায়, পাবনা সদর উপজেলার সাতমাইল সাহাপুর গ্রামের নানা চাঁদু শেখের বাড়িতে বুধবার তারা দুই খালাতো বোন বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে দুজন নানা বাড়ির পাশে অবস্থিত বিএমবি ইটভাটার পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।

বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ওই পুকুরের পানিতে অনেক খোঁজাখুঁজির পর দুই বোনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে মারা যাওয়ায় ময়না তদন্ত ছাড়াই তাদের স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোক নেমে এসেছে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225