রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

সিংগাইরে অপ্রাপ্ত বয়স্ক এক নববধুর রহস্যজনক মৃত্যু

মোঃসাইফুল ইসলাম শিকদার, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি / ১৬৪ শেয়ার
প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

মানিকগঞ্জের সিংগাইরে বন্যা (১৫) নামের অপ্রাপ্ত বয়স্ক এক নববধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল   সকাল ৫টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের চর চারাভাংগা গ্রামের মল্লিক পাড়ায় এ  ঘটনা ঘটে । মৃত বন্যা সিংগাইর উপজেলার  চর চারাভাংগা গ্রামের সাব্বিরের স্ত্রী ও একই ইউনিয়নের  বেপারী  পাড়ার জুলমত আলীর কন্যা। এ মৃত্যুতে পরিবারে চলছে কান্নার মাতুম।

 

পরিবার সূত্রে জানা যায় ,উপজেলার বায়রা ইউনিয়নের বেপাড়ীপাড়া গ্রামের জুলমত আলীর ৮ম শ্রেণী পড়–য়া মেয়ে বন্যা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর চারাভাংগা গ্রামের মল্লিক পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র মোঃ সাব্বির হোসেন(১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অপ্রাপ্তবয়স্ক ওই প্রেমিক যুগল ৭/৮ মাস আগে বাড়ী থেকে পালিয়ে পরিবারের সম্মতি ছাড়াই কোর্ট ম্যারিজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

মেয়ের পরিবার তাদের এ বিবাহ মেনে নিলেও ছেলের পরিবার এ বিবাহ মেনে না নেয়ায় তাদের দাম্পত্য ও সংসার জীবনে কলহ ও অশান্তির সৃষ্টি হয় । মাঝে মধ্যে বন্যার নানা শ্বশুর মানসিক নিযার্তন ও করত বলে মেয়ের পরিবার জানান। বন্যার মা সুফিয়া (৪৫) জানান, ঈদের আগে বন্যার ননদ সেতু বিদেশ হতে বাড়ীতে আসে। আসার পর থেকে তাকে সবসময় কাজের চাপে রাখত, সময় মত খাইতেও দিত না। স্বামী ও ননদ যৌতুকের জন্য বন্যাকে মানসিক নিযার্তনও  করত।

এরই রেশ ধরে গত বৃহঃপতিবার দিবাগত রাতের যে কোন প্রহরে বন্যার নানা শ্বশুর দিনু (৫৫) ননদ সেতু(২৫), খালা শ্বাশুরী গং পাশবিক নিযার্তন করলে বন্যার  মৃত্যু হয়। বন্যা আত্মহত্যা করছে বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করে তার শ্বশুর বাড়ীর লোকজন। বন্যা অসুস্থ্য বলে তার ননদ সেতু সকালে ফোন দিয়ে আমাদেরকে জানালে আমরা বন্যার শ্বশুর বাড়ীতে গিয়ে তার লাশ মাটিতে পড়া অবস্থায় দেখতে পাই। বন্যা আত্মহত্যা করেনাই, তার ঘাড়ে ও পায়ের ওপরে জখমের দাগ আছে আমার মেয়েকে হত্যাকরা হয়েছে।

 

সিংগাইর থানার এস আই অমিত সাংবাদিকদের জানান পোষ্টমোটার্ন এর জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে , থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে । এ রিপোর্ট আসলেই বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com