বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় ডিজিটাল প্লাটফর্মে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ।
এসময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে দুস্থ্য ৬ জন পরিশিক্ষনার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের কেয়ারটেকার হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান।