কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) আজগর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, টিপু নেওয়াজ সহ বিভিন্ন সরকারী- বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।