সিংগাইরে গাবতলী-সিংগাইর সড়কে দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত ও ১জন আহত হয়েছে। জানা যায় গত কাল শুক্রবার দিবা গত রাত ৮টার দিকে উপজেলার ধল্লার বাস্তা বাস স্ট্যান্ট এলাকায় একটি পিকাপভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। অপর দিকে ৮ বছরের একটি শিশু ছিঁটকে খাদে পড়ে নিঁেখাজ হয়। তবে ফায়ার্র সার্ভিসের একটি ডুবরি দল দুই ঘন্টা পরে ওই নিখোঁজ শিশুটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে শিশুটি জীবিত না মৃত তা নিশ্চিত হওয়ার জন্য উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন । নিহত মোটর সাইকেল আরোহী আশরাফ খান ৫০) এর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আরমারা গ্রামে। তার পিতার নাম আছালত খান। সে সাভার ব্যবসা করত। নিহত শিশু (৮) আব্দুল্লাহ এর বাড়ী মাগুরা জেলার শ্রীপুরের বরতলা গ্রাম। তার পিতার নাম আঃ জলিল । আহত ১ জনের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।