নবাবগঞ্জে ২০০ বোতল ফেন্সিডিল গাঁজা প্রাইভেটকার সহ একজন যুবক আটক

দিনাজপুরের নবাবগঞ্জে  ২০০ বোতল ফেন্সিডিল গাঁজা প্রাইভেটকার সহ সালজার রহমান (৩০) নামে এক যুবকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ । গ্রেপ্তারকৃত যুবক উপজেলা পুটিমারা ইউনিয়নের  আহাম্মদ নগর  গ্রামের  আঃ আজিজ  এর ছেলে।

গোপন সংবাদের  ভিত্তিতে   শনিবার দুপুরে নবাবগঞ্জ  থানার  পুলিশ  পরিদর্শক  মোঃ সামছুল আলম   সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী  অভিযান  পরিচালনা  করে  উপজেলার  বিনোদ নগর   ইউনিয়নের  কাচদহ  সেতুর   নিকটে  আটক  করা প্রাইভেট কার সহ  মাদক  জব্দ করে।  এঘটনায়  পুলিশ  পরিদর্শক  সামছুল আলম বাদী হয়ে  মামলা  করে ওই মামলায়   সালজারকে  জেল হাজতে  প্রেরণ করেছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225