দিনাজপুরের নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বক্তব্য রাখেন।
সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসুচী পালন করার সিদ্ধান্ত হয়।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ সরোয়ার হোসেন, মোঃ আব্দুল্লাহেল আজিম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।