ঈশ্বরদী কোলের কান্দি বটতলাতে আজ সকাল১১ ঘটিকার সময় শ্যামলী পরিবহন ঢাকা-ক১৪-৪৬৬০ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং দাশুড়িয়া থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাকের সঙ্গে কোলের কান্দি বটতলায় মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় অর্ধশতাধিক আহত হয়।কোলের কান্দি বটতলাতে দূর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কম্প্রেক্রে ভর্তি করে এর কিছুসময় পর দাশুড়িয়ার পুলিশ ফাঁড়ির পুলিশ এসে এরই মধ্যে দুই কিলোমিটার রাস্তা যানজট হয়েছে যায়।সেই রাস্তা যানজট মুক্ত করার চেষ্টা করে। স্থানীয়রা জানান,দুটি গাড়ীর অসর্তকতার কারণে তাদের এই দূর্ঘণানাটি ঘটে।এ ঘটনায় শেষ খবরে জানা যায়, একজন বাসের মহিলা যাত্রী গুরুত্বর আহত হয়।তিনি আশংঙ্কা মুক্ত নন বলে জানিয়েছেন ডাক্তার।।