ঈশ্বরদীতে দশ লাখ টাকার হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তবের পাবনা “খ” সার্কেল ঈশ্বরদী পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী বিমানবন্দর সড়কের সিসিডিবি অফিসেরর সামনে
সি এন জি থেকে ১০০ গ্রাম হেরোইন এবং ব্যবসায়ী হারুন-অর রশীদ (২৮) কে আটক করা হয়।
ভূপতি বর্মনের জানান, রাজশাহী গোদাগাড়ি হতে এসি এন জিতে করে এই হেরোইন সিরাজগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় হারুনের দেহ তল্লাশি করে ফুল প্যান্টের পকেট থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান এ এস আই হাফিজুর রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মামলা দায়ের করে আসামীকে ঈশ্বরদী থানায় সোর্পদ করা হয়েছে।।