আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন- খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কোন সভ্য দেশের সভ্য কাজ হতে পারে না। যে সকল দেশে বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িত খুনিরা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ রবিবার শিবালয় উপজেলা পরিষদ হল রুমে কৃষকলীগ আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সব্জি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা কৃষকলীগ আহবায়ক অসিউর রহমান সিকোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিজার্ আজম এমপি, এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি, কৃষকলীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র, মানিকগঞ্জ জেলা আ’লীগ সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বিএ প্রমুখ বক্তব্য রাখেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার আগে শেখ হাসিনা ও রেহেনা বিদেশ থাকায় ভাগ্যক্রমে সে দিন বেঁচে যান। ‘৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আ’লীগের হাল ধরেন। তার’ই নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়েছে। এখনও যারা বিদেশে পলাতক রয়েছে তাদেরও ফিরিয়ে আনা হবে।
সাবেক মন্ত্রী আরোও বলেন, বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শুনেনি। অথচ, শেখ হাসিনার সরকার সকল প্রকার সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরন করছেন। দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
বক্তব্য শেষে অতিথিরা স্থানীয় দেড়শ কৃষকরে মাঝে ৪ প্রকারের সার-বীজ ও দু’হাজার গাছের চারা বিতরন করেন।