বাড়ীতে এসে বিনামূল্যে রোগী দেখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

জামালপুরের সরিষাবাড়ীতে বাড়ীতে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। তিনি প্রতি সপ্তাহে তার নির্বাচনী এলাকায় আসেন। প্রতি সপ্তাহের ন্যায় রবিবার সকালে বাড়ীতে বিনামূল্যে গরীব, অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি। ইতি মধ্যেই সাধারণ মানুষের মাঝে গ্রহনযোগ্যতা ও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির উদ্যোগে দেশে চালু হওয়া টেলিমেডিসিন সেন্টার ‘আমার ডাক্তার’। ‘পাশেই আছি সারাক্ষণ’ স্লোগানকে ধারণ করে টেলিমেডিসিন সেন্টারে প্রতিদিন বিনা খরচে হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই মহৎ উদ্যোগের পাশাপাশি তিনি নির্বাচনী এলাকায় এসে বিনা মুল্যে মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধের ব্যবস্থা করে দিচ্ছেন। এছাড়াও যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন তাদেরকে রোগ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছেন। ঈদের দিনেও তিনি রোগী দেখেছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225