রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ

মা-মেয়েকে নির্যাতনকারী তিনজন গ্রেফতার, মা ও দুই মেয়ের জামিন

অনলাইন ডেস্ক / ১৯১ শেয়ার
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

মা-মেয়েকে নির্যাতনকারী তিনজন গ্রেফতার, মা ও দুই মেয়ের জামিন

 

 

কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গরু চুরি মামলার বাদী পহরচাঁদা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হকের ছেলে নজরুল ইসলাম, নির্যাতনকারী চেয়ারম্যানের সহযোগী ইমরান হোসেনের ছেলে জসিম মিয়া ও জিয়াউল হকের ছেলে নাসির উদ্দিন।

 

অপরদিকে ওই ঘটনায় গ্রেফতার পাঁচজনের মধ্যে মা ও দুই মেয়েসহ তিনজনের জামিন দিয়েছে আদালত। সোমবার সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এই জামিন দেন।

 

চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সন্ধ্যায় ঘটনাটি তুলে ধরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেবের আদালতে আসামিদের জামিনের জন্য প্রার্থনা করেন অ্যাডভোকেট ইলিয়াছ আরিফের নেতৃত্বে একদল আইনজীবী।

 

এ সময় আদালতের বিচারক রাজিব কুমার দেব আসামিদের আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন। পরে পুলিশ সোমবার সকালে মা পারভীন আক্তার, মেয়ে রোজিনা আক্তার ও মেয়ে সেলিনা আক্তারকে আদালতে উপস্থিত করেন। এ সময় আদালত মা-মেয়েসহ তিনজনকে জামিন দেন। অন্য দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সম্পৃক্ততা পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com