মানিকগঞ্জে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলো ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর মানিকগঞ্জ জেলা শাখা।
এসময় তিনশত দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। যার মধ্যে বেশ কিছু ৎসাবেক ও বর্তমান ক্রিকেটার পরিবারও রয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা শহরের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই খাদ্য সহায়তা তুলে দেন কোয়াব কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিসিবির পরিচালক ও সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান রহমান দূর্জয়। এ সময জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, কোয়াব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাসুদ রায়হান, ক্রিকেট সাব-কমিটির সদস্য-সচিব প্রদীপ কুমার শিকদার রিপন, ত্রাণ বিতরণ কমিটির আহবায়ক সেলিম পারভেজসহ জেলা ক্রীড়া সংস্থা ও কোয়াবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার লক্ষ্যে স্টেডিয়াম সংলপ্ন পরিত্যক্ত টাউন হলের জায়গাটি জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে বরাদ্দ পাওয়া আবেদন করা হয়েছে বলে এসময় জানান নাঈমুর রহমান দূর্জয়।
খাদ্য সহায়তা হিসেবে তিনশত ব্যক্তির প্রত্যেককে তিন কেজি চাল, দুই কেজি আটা, এক কেজি করে ডাল, তেল, আলু ও লবণ দেওয়া হয়।