সিংগাইরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক গরুর ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঐ গরুর ব্যবসায়ী আরমান (৪০) এর বাড়ী জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামে। পিতার নাম মৃত শফি উদ্দিন।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আরমান মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়ি পূর্ব ভাকুম থেকে সিংগাইর বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা দেয়। হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কের কিটিংচর সেতু এলাকার ঢালে এসে পৌছালে এ সময় হেমায়েতপুরগামী শুকতারা সার্ভিসের (ঢাকা মেট্রো-জ-১১-০০৬৪) যাত্রীবাহী বাসের সাথে ঐ মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী গরুর ব্যবসায়ী আরমান গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে নিশ্চিত করেন। এ সড়ক দুর্ঘটনায় ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করেছে। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় ঐ নিহত গরুর ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানায়। নিহত গরুর ব্যবসায়ী আরমানের পরিবারে চলছে কান্নার মাতম।

 

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225