ঈশ্বরদীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ঈশ্বরদী পৌর এলাকার গুরুত্বপূর্ণ দুটি রাস্তার নির্মাণ কাজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। রাস্তা দুটি হলো শহরের আমিনপাড়া ও কর্মকার পাড়া এলাকায়। নগর পরিচালন ও উন্নতিকরণ সেক্টর প্রকল্পের অধীনে নতুনভাবে রাস্তা দুটি নির্মাণ করা হবে।

শহীদ আমিনপাড়ার রাস্তাটির দৈঘর্য ৬৭৩ মিটার। ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। কর্মকারপাড়া এলাকার রাস্তার দৈঘর্য ৫৫০ মিটার, ব্যয় হবে প্রায় সাড়ে ২৪ লাখ টাকা। ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এলাকাবাসীদের সাথে নিয়ে রাস্তা দুটি উদ্বোধন করেন।

এসময় আমিনপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সদরুল হক সূধা, প্যানেল মেয়র সাঈদ হাসান শিমুল, কাউন্সিলর ইউসুফ প্রধান, প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন।

কর্মপাড়া পাড়ার রাস্তা উদ্বোধনের সময় মুক্তিযোদ্ধা আব্দুল হাই চৌধুরী মঞ্জু, আলহাজ্ব আব্দুল জলিল, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, গোলাম মোস্তফা খোকন, সহকারী অধ্যাপক অঞ্জনা কর্মকার, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান অঞ্জন প্রমূখ উপস্থিত ছিলেন।##

 

 

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225