কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান রতন (১৭) গত ১০শে জুন বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আজ অবধি ফিরেনি।
সে কাপড়পোড়া গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেনের ছেলে।
জানাযায়, আব্দুর রহমান রতন ১০শে জুন ২০২০ ইং তারিখে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ীতে থেকে সেদিন অনুমান ১০টার সময় বের হয়। কিন্তু মাদ্রাসা থেকে আর ফিরেনি সে। প্রতিদিন মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ীতেই ফিরে আসতো রতন। রতনের বাবা তোফাজ্জেল হাফেজিয়া ক্বওমী মাদ্রাসায় তার ছেলের খোঁজ নিতে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জানতে পারে সেদিন নাকি রতন মাদ্রাসাতেই আসেনি। পরে সম্ভাব্য সকল যাইগাতে খোঁজাখুঁজি করেও কোন খোঁজ পাওয়া যায়নি। ছেলেকে না পাওয়ার কারনে তার মা নিহারন খাতুন ১৬ই জুন থানায় একটি সাধারন ডায়েরী করেছিল যার নম্বর ৮৬৩। কিন্তু সাধারন ডায়েরী করার দু’মাস পার হয়ে গেলেও রতনের কোন খোঁজ পায়নি তার পরিবার। এদিকে ছেলে হারানোর কষ্টে পাগলপ্রায় মা নিহারন কেঁদে কেঁদে বলেন, আমার ছেলের ডান চোখ একটু টেরা গায়ের রংটা শ্যামলা জুব্বা পরেই বাড়ী থেকে বের হয়েছিল মাদ্রাসাতে যাবে বলে কিন্তু আজ পর্যন্ত আর ফিরেনি বাড়ীতে। তার বুকের মানিক যেন তার বুকে ফিরে আসে সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে অনুরোধও করেন তিনি।
রতনের খোঁজ পেলে যোগাযোগের জন্য ০১৭৩৭-২৭৮৪৯৩ নম্বটিতে জানাতে বলেছেন তার পরিবার।