কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে ঘাস কাটার সময় নাহারুল (৫২) নামে এক দিন মজুর নিহত হয়েছে। এসময় তার স্ত্রী কমলা খাতুন (৪৫) আহত হয়েছে।
এলাকাবাসি ও নিহতের স্বজনরা জানায়, সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চক দৌলতপুর গ্রামের দিনমজুর নাহারুল গরুর ঘাস কাটতে বাড়ীর পাশে মাঠে যায়। আকাশে বিজলী চমকাতে দেখে তার স্ত্রী কমলা তাকে ডাকতে যায়। সেসময় বজ্রপাতে দু’জনে মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে ডাক্তার নাহারুল কে মৃত ঘোষনা করেন। তার স্ত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।