কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় রাসেল (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সে উপজেলার মুসলিম নগর গ্রামের রফিকুল সরদারের ছেলে।
এসসময় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী রুবেল (২৪) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এব্যাপারে দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা যশোর-ট-১১-২৭১৫ নম্বরের ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাসেল মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।