ফরিদপুরের সালথায় খরিপ-২/ ২০২০-২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রাণোদনার আওতায় সার, মাশকলাইয়ের বীজ ও শাক সবজীর বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও মাশকলাইয়ের বীজ এবং ১শত জন কৃষকদের মাঝে ১৩ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হজরত আলী, উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান, রুপা বেগম, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস, সহকারী কৃষি অফিসার স্বপন কুমার পাল প্রমূখ। জানা গেছে, উপজেলার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি মাশকলাইয়ের বীজ, ৫ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এবং ১শত জন কৃষকদের মাঝে ১৩ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।