কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে বা কালো আইনে দায়ের করা উদ্দেশ্যমুলক মামলা প্রত্যাহারের দাবীতে ব্যাতিক্রমী বিক্ষোভ প্রদর্শন করেছে সাংবাদিকরা।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাতিক্রমী এ বিক্ষোভ প্রদর্শন কালে দৌলতপুরের সর্বস্তরের সাংবাদিকগণ বক্তব্য রাখেন। এ সময় প্রতিবাদী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকগণ দৌলতপুর টুয়েন্টি ফোর ডটকমের সাংবাদিক তাশরিক সঞ্চয়ের নামে অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনের ভাগ্নে শাওন কর্তৃক দায়ের করা উদ্দেশ্যমুলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় গত ১০ আগষ্ট সাংবাদিক তাশরিক সঞ্চয়ের নামে এ মামলা দায়র করা হয়।