ফরিদপুরের সালথা উপজেলায় বিভিন্ন দূর্যোগ মোকাবেলার অংশ হিসেবে দূর্যোগ প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ষ্টেশন সালথা ও উপজেলা প্রশাসন সালথা এর যৌথ আয়োজনে রবিবার ১৩ ই সেপ্টেম্বর বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহড়া পরিচালনা করেন সালথা ফায়ার ষ্টেশন ইনচার্জ এসএম সিদ্দিক।
মহড়ায় গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন জায়গাতে আগুন নেভানোর উপায়, দূর্ঘটনায় আক্রান্ত ব্যাক্তিকে উদ্ধার, দেওয়াল বা কোন কিছুর নিচে চাপা পরা ব্যক্তিকে উদ্ধার করাসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলার উপায় প্রদর্শন করা হয়। এই মহড়া চলতি মাসের ১৩ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিভিন্ন সরকারি স্থাপনাসহ বেশ কিছু জায়গায় চলবে।