দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে শাক সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, কৃষি সম্প্রসারণ অফিস চত্তরে ২০২০-২১ চলতি অর্থ বছরের ২০২০-২১ খরিপ মৌসুমে শাক ও সবজি চাষ বৃদ্ধির লক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের ৭০জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষককে বিনা মূল্যে শাক ও সবজি বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।