দৌলতপুর সীমান্তে বিজিবি‘র অভিযানে মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি‘র পৃথক অভিযানে ফেনসিডিল, মদ, গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুত্র জানায়, রবিবার ভোরে রামকৃঞ্চপুর কান্দির পাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা, ও মোটরসাইকেল সহ রাজু আহমেদ (২৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। সে ইনসাফনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এর আগে ডিগ্রীরচর নামক স্থানে ৯৯ বোতল এবং চিলমারী শান্তিপাড়া মাঠ থেকে ৬০ বোতল মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় ক্যাম্পের বিজিবি।

দৌলতপুরে ছুটিতে আসার পর পুলিশ সদস্যের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউপির ইসলামপুর গোরস্থান পাড়া গ্রামে ছুটিতে বাড়ি আসার পর হাসিবুর রহমান হাসিব (৩৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সে ঐ গ্রামের নুরুল ইসলামের ছেলে। এবং তিনি পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সদস্যের পরিবার জানায়, গত ৬ সেপ্টেম্বর সে গাংনী থানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিল। শুক্রবার রাত ৯ টার দিকে তার বুকে ব্যাথা অনুভব করলে দ্রæত দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার বেলা ২ টায় জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, হাসিবুর রহমান হাসিব বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225